সোহানুর রহমান :: সুইডিস ষোড়শী জলবায়ুকর্মী গ্রেটা থুনবারগের ডাকে সাড়া দিয়ে ঝালকাঠিতে ক্লাইমেট স্ট্রাইক করেছে ফ্রাইডেস ফর ফিউচার বাংলাদেশ ।

জলবায়ু সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের মাধ্যমে দুর্গত মানুষের সুবিচারের দাবি নিয়ে বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর )ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে বেলা ১২ টায় এ ধর্মঘট অনুষ্ঠিত হয়।

ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের নেতৃত্বে কর্মসূচীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও যুব সংগঠকরা প্লাকার্ড নিয়ে শ্লোগান দিতে থাকে । এসময় প্লাস্টিক দুষনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি’ জলবায়ু দৈত্য ‘ প্রদর্শিত হয় ।

প্লান ইন্টারন্যাশনাল ও অ্যাকশনএইড এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে।

যুব সংগঠক ইশতিয়াক আহমেদ রাব্বী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্টের চেয়ারপারসন আমিনুল ইসলাম ফিরোজ মোস্তফা ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর সমন্বয়কারী সোহানুর রহমান প্রমুখ।

বক্তারা কার্বন নিঃসরণ হ্রাস ও প্লাস্টিক দুষন বন্ধে দ্রুত পদক্ষেপের পাশাপাশি জলবায়ু দুর্গত মানুষের ন্যায্য হিস্যার দাবি তোলেন ।

এছাড়া বাংলাদেশে জলবায়ু জরুরী অবস্থা ঘোষণারও দাবি জানানো হয় ।

উল্লেখ্য সেপ্টেম্বর এর ২০-২৭ তারিখ পর্যন্ত বিশ্ব জুড়ে চলমান গ্লোবাল ক্লাইমেট একশন উইকের অংশ হিসেবে এ ধর্মঘট অনুষ্ঠিত হয় ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here