Dhawanস্পোর্টস ডেস্ক :: ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কার নিতে এগিয়ে গেলেন মাহেলা জয়াবর্ধনে। কিছুক্ষণের জন্য হলেও কি তার মনে উঁকি দেয়নি ২০১১ বিশ্বকাপ ফাইনাল স্মৃতি!

মুম্বাইয়ের ওয়াংখেড়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করেও জয়াবর্ধনেকে থাকতে হয়েছিল পরাজিত দলে। হায়দারাবাদের রাজিব গান্ধি স্টেডিয়ামে ক্যারিয়ারে ১৭তম সেঞ্চুরি তুলে নেওয়ার পরও তার জায়গা সেই পরাজিত দলেই। শুধু তাই নয়, ম্যাচটি ভারত ৬ উইকেটে জিতে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলো।

এদিন শ্রীলংকার ছুরে দেওয়া ২৪২ রানের চ্যালেঞ্জ একেবারেই ঠুনকো বানিয়েছেন ওপেনার শিখর ধাওয়ান এবং বিরাট কোহলি। এই সিরিজে রান পাওয়াকে ডাল-ভাতে পরিণত করা ধাওয়ান সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন শ্রেফ দুর্ভাগ্যবশত। নুয়ান কুলাসেকারার বলটি ছেড়ে দিতে গিয়ে একেবারে শেষ মুহুর্তে বলটি চুমু খেয়ে জমা পড়ে কুমার সাঙ্গাকারা গ্লাভসে।

অবশ্য তার আগে ৭৯ বলে আট চার, এক ছক্কায় ধাওয়ানের ব্যাট দেখে ফেলেছিল ৯১। আগের ম্যাচে ৪৯ রান করা অধিনায়ক বিরাট কোহলি (৬১ বলে ৫৩) এদিন ফিফটি পেয়েছেন।

বাকিদের মধ্যে আজিঙ্কা রাহানে ৩১, আম্বাতি রাইডু ৩৫ এবং সুরেশ রায়না ১৮* রান করলে ৪৪.১ ওভারে ৬ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

এরআগে টস জিতে ব্যাট করতে নামা শ্রীলংকার পুরো ইনিংসই ছিল জয়াবর্ধনেময়। কিছুদিন আগে সাদা পোষাকের ক্রিকেটকে বিদায় বলা এই স্টাইলিশ ব্যাটসম্যান ১১৮ রান করেছেন ১২৪ বলে, ১২ চার আর এক ছক্কায়।

এছাড়া তিলকরত্নে দিলশানের ব্যাট থেকে এসেছে ৮০ বলে ৫৩। শেষের দিকে প্রসন্নর ৩২ বলে ২৯ রানের কল্যাণে অলআউট হওয়ার আগে শ্রীলংকার স্কোর দাঁড়ায় ২৪২।

উমেশ যাদব ৫৩/৪ এবং অক্ষর প্যাটেল ৪০ রানে পেয়েছেন ৩ উইকেট। সিরিজের চতুর্থ ওয়ানডে হবে ১৩ নভেম্বর, কলকাতার ইডেন গার্ডেনে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here