জয়পুরহাট চিনিকলে বয়েলিং পাইপ  বিস্ফোরনে প্রকৌশলীসহ ৫জন গুরুত্বর আহতজয়পুরহাট প্রতিনিধিঃ আগামী ৯ ডিসেম্বর জয়পুরহাট চিনিকলের আখ মাড়াই মৌসুম শুরুর প্রাক্কালে মিলের বয়েলিং হাউজ পরীক্ষামূলক চালুর সময় স্টিম লাইনের পাইপ বিস্ফোরণে একজন প্রকৌশলীসহ ৪জন শ্রমিক গুরুত্বর আহত হয়।

আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করার পর দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর আহত আরো ৩জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ঘটনার পরপরই ফায়ার বিগ্রেডের একটি দল ঘটনাস্থলে যায় এবং উদ্ধারকার্য চালায়।

মিল সুত্রে জানা যায় শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় জয়পুরহাট চিনিকলের ফ্যাক্টরির অভ্যন্তরে বয়েলিং হাউজের স্টিম লাইনের পাইপ হঠাৎই বিকট শব্দে ফেটে যায়। এ সময় ঐ স্থানে অবস্থানরত মিলের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোঃ শাহজাহান কিবরিয়া (৩৮), মিল কর্মী মোঃ নাজমূল হোসেন (৩০), আব্দুল হান্নান (৩২) ও লুৎফর রহমান (৪২) বিস্ফোরন হওয়ার ফলে পাইপের গরম পানিতে তারা দগ্ধ হয়।

এদেরকে গুরুত্বর অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তির পর বিকেল সাড়ে ৫ টায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোঃ শাহজাহান কিবরিয়া ও মিল কর্মী মোঃ নাজমূল হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here