সাড়ে আট বছরের শিশু বিজ্ঞানী

-জুঁই জেসমিন

গর্বিত বাংলাদেশ,
বিশ্বের মাঝে চমক বিস্ময়কর,
সাড়ে…..
আট বছরের শিশু বিজ্ঞানী,
যে মুম্বাই বিশ্ববিদ্যালয়ে শিশু বয়সেই অধ্যাপক,
যার নাম সুবর্ণ আইজ্যাক বারী,
স্বপ্নের মাঝে সফলতার ব্যাপক চুম্বন
ঝরে সুনাম আকাশে বাতাসে সারা বিশ্বে।

সবকটা তারার চিবুকে ভাবনার গুচ্ছ গুচ্ছ পত্র,লড়াইটা সাংঘাতিক সহস্র।
এ যুগের এ সময়ের আইন্সটাইন,  সুবর্ণ আইজ্যাক বারী।
যাঁর জন্ম ২০১২ সালের – ৯ এপ্রিল
নিউইয়র্কে যাঁর বসবাস,শ্বাসপ্রশ্বাস –
বাবা রাসেদুল বারী
মা শাহেদা বেগম, যাদের জন্ম, বেড়ে ওঠা, সুশিক্ষায় শিক্ষিত হওয়া- বাংলার মাটিতে বাংলার চট্টগ্রামে।
সুবর্ণ আইজ্যাক
উদিত জীবনের আলোয় জীবনের ছন্দে
করে আবাদ করে গবেষণা,
পদার্থ, রসায়ন, গণিতের রাজ্যে  সৃষ্টির নেশা, নির্যাসে সফলতার ঝিলিক।

পিএইচডি পর্যায়ের গণিত, পদার্থ ও রসায়ন বিজ্ঞানের বিভিন্ন সমস্যা সমাধান করে সুবর্ণ  আজ বিশ্বব্যাপী সুখ্যাতি।
নিউইয়র্ক সিটি কলেজের প্রেসিডেন্ট লিসা কোইকো সুবর্ণকে ‘আমাদের সময়ের আইনস্টাইন’ উপাধি দেন।
গণিত,  পদার্থবিজ্ঞান, সন্ত্রাসবিরোধী ক্যাম্পেইন, ও বইয়ের মাধ্যমে অল্প বয়সেই বিশ্বে ইতিবাচক পার্থক্য তৈরি করেন এই  বিজ্ঞানী সুবর্ণ।
এই ছোট্টো সুবর্ণ
বিশ্বজুড়ে চাইল্ড প্রডিজি হিসেবে পরিচিত।’

২০১৮তে  হার্ভার্ড বিশ্ববিদ্যাল হতে বিজ্ঞানী হিসেবে পান স্বীকৃতি, নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী  দিল্লিতে ‘গ্লোবাল চাইল্ড প্রোডিজি অ্যাওয়ার্ড’ দিয়ে
বিশ্বের মাঝে রাঙিয়ে দেন নতুন
ভাবে নতুন ছন্দে বিজ্ঞানী সুবর্ণ বারীকে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here