নয় পরাজয়

-জুঁই জেসমিন

 

আমি এক নতুন পৃথিবী খুঁজে পেয়েছি এক কবিতার ভেতর।

এডিশনের জীবনী পড়ে খুঁজে পেয়েছি প্রাণ।

স্বপ্ন গুচ্ছ সজীবতায় ভরে উঠেছে মাক্সিম গোর্কির জীবন যুদ্ধ ছুঁয়ে-।

জগত বৃত্তে নব ইতিহাস ঘুরে ইলেকট্রন আর দিবাকরের মতো,

আর আমি —? আমি ঘুরি আমার মতো।

সেই শৈশবেই আমাকে রাঙিয়েছে ফাগুন,

জীবনানন্দর কবিতায় বনলতা সেজেছি, নিরব নিশীতে -।

সোজন বাদিয়ার ঘাট আর নকশিকাঁথার মাঠ আমাকে করেছে ছন্দিত -!

কপালে টিপ চোখে কাজল এলোকেশী ছুটেছি দিগন্তে- নূপুরের রুমঝুম তারুণ্যের ডাকে।

সোনালী অধ্যায়ের সুচনায় বার বার হয়েছি — বিপর্যয়ের মুখোমুখি,

সাহিত্যকে করতে পারিনি স্পর্শ, অস্তিত্ব হয়েছে লণ্ডভণ্ড।

রানা প্লাজার মত ধসে পড়েছে জীবন কুটির।

সওদার ঝুলিতে কাগজের পুরিয়া,

লেখা হেলেন কেলারের জীবনী- নিরাশার মিউজিকে নয়ন বুলাই,

আমি স্তব্ধ তিনি অন্ধ! আর অন্ধ হয়েও এনেছেন জীবনেরই জয়,

আমি- মুক্ত আকাশ চেয়ে ভারী শ্বাস ছাড়ি স্বপ্ন জাগার মন্ত্রে উল্লাসী হয়ে।

যুদ্ধই জীবন-নয় পরাজয়,

নয় পরাজয় জীবনেই আনে জীবনেরই জয়।

 

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here