মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতাদের মুক্তির দাবি তুলেই শুরু হলো খালেদা জিয়ার চতুর্থ রোডমার্চের সমাপনী জনসভা।

রেলওয়ের পলোগ্রাউন্ডে সোমবার ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম মহানগর উত্তর শিবিরের সভাপতি মোহাম্মদ ইসমাইলের বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। বক্তব্যের শুরুতেই জামায়াতের সব নেতার মুক্তি দিতে হবে বলে জোর দাবি জানান তিনি।

এ সময় চলমান রোডমার্চ কর্মসূচির প্রধান সমন্বয়ক এমকে আনোয়ার, জনসভার সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান, মীর নাছির উদ্দিন আহমেদ, গিয়াস কাদের চৌধুরী, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এনপিপির গোলাম মর্তুজা প্রমুখ উপস্থিত ছিলেন। ছিলেন  চট্টগ্রাম মহানগর আমীরসহ জামায়াতের আরো ক’জন নেতা।

এদিকে বিএনপি ও জামায়াত শিবিরের নেতা-কর্মীদের মুহূর্মুহূ শ্লোগানে প্রকম্পিত হচ্ছে পলোগ্রাউন্ড। জামায়াত নেতাদের পাশাপাশি যুদ্ধাপরাধের অভিযোগে আটক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তির দবিতেও শ্লোগান উঠছে।

খালেদা জিয়া বিকেল ৩টার পর জনসভা মঞ্চে আসবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/চট্রগ্রাম থেকে আমাদের প্রতিনিধি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here