জেলা প্রাথমিক শিক্ষা অফিস ২০১২ সনের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ শুরু করেছে। কিন্তু প্রাথমিকের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য এখনও ২লাখ ৯৮ হাজার, ৮শ’ ৫২টি বই পৌঁছেনি।

এবার জেলার সবগুলো প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে জানুয়ারীর প্রথম সপ্তাহে মোট ১৪,৫৯,২২২টি বই বিতরণ করা হবে। এর মধ্যে প্রথম শ্রেনী হতে চতুর্থ শ্রেনীতে বিতরণের জন্য ইতোমধ্যেই ১১,৬০,৩৭০টি বই জেলার ৭টি উপজেলায় প্রেরণ করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, পঞ্চম শ্রেণীতে বিতরণের জন্য ২,৯৮,৮৫২ টি বই এখনও পর্যন্ত হাতে এসে পৌঁছায়নি।

এ ব্যাপারে  জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খলিলুর রহমান বলেন, শীঘ্রই পঞ্চম  শ্রেণীর বই হাত আসবে।

তিনি বলেন, ৩১ডিসেম্বরের মধ্যেই সমস্ত বই বিতরণ শেষ করবো, যাতে সকল শিক্ষার্থীরা ১ জানুয়ারী নতুন বই হাতে পায়।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ছাইদুর রহমান/জামালপুর

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here