জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

ju2মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম আনুষ্ঠানিকভাবে এই অনলাইন আবেদন প্রক্রিয়ার উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, ডিজিটাল আবেদন পদ্ধতির ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তির অবসান হয়েছে। তারা সব জায়গা থেকে অতি সহজে আবেদন করতে পারবে। এটি ডিজিটাল বাংলাদেশের অগ্রগতির আরেকটি স্মারক।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, ডীন, রেজিস্ট্রার, ভর্তি পরীক্ষার সদস্য ও অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আই আই টি) শিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে তৈরি সফটওয়ারের মাধ্যমে এই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here