সৈয়দ মিজানুর রহমান হিমুষ্টাফ রিপোর্টার :: রাজধানীর রূপনগরে জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রসমাজের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান হিমুকে (৩৫) শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মতলুবুর রহমান জানান, রোববার সকালে বকুলতলা বেড়িবাঁধের পাশে ইস্টার্ন হাউজিংয়ের একটি খালি প্লটে হিমুর লাশ পাওয়া যায়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, গলায় দাগ এবং পাশে কিছু তার পাওয়া গেছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

হিমুর বাসা পুরান ঢাকার ওয়ারী এলাকায়। তাকে অন্য কোথাও হত্যা করে দুর্বৃত্তরা রূপনগরে লাশ ফেলে যায় বলে পুলিশের ধারণা।

মিজানুর রহমান হিমু ২০১২-২০১৩ মেয়াদে জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন। এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত

ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক। এরপর পদে না থাকলেও পুরান ঢাকায় জাতীয় পার্টির অন্যতম সংগঠক ছিলেন হিমু।
গত ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে দলে মতবিরোধ দেখা দিলে হিমু পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের পক্ষ নিয়ে নির্বাচনবিরোধী অবস্থানে গিয়েছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here