বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপের থিম সং প্রকাশ

স্টাফ রিপোর্টার :: আইসিসি বিশ্বকাপের দ্বাদশ আসরকে সামনে রেখে ইংল্যান্ডের কার্ডিফে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা বাংলাদেশের এবারে লক্ষ্যটা অনেক দূর। তাই ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে দেশেই প্রকাশিত হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল বিশ্বকাপ থিম সং ‘খেলবে টাইগার, জিতবে টাইগার’।

কার্ডিফে ২৬ ও ২৮ মে দুটি প্রস্তুতি ম্যাচের পর ২ জুন বাংলাদেশের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ইংলিশ কন্ডিশনে প্রতিদিন ঘাম ঝরানো অনুশীলন করছে বাংলাদেশ দল। মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম, মাহমুদউল্লাহরা দেশকে বড় সাফল্য এনে দিতে বদ্ধপরিকর। তাদের তাঁতিয়ে দিতে বিসিবি নিয়ে এলো বাংলাদেশ দলের অফিসিয়াল থিম সিং।

শনিবার দুপুরে মিরপুর শের-ই-বাংলায় সংবাদ সম্মেলনে অফিসিয়াল থিম সং প্রকাশ করে বিসিবি। জাতীয় দলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইউনিলিভারের উদ্যোগে অফিসিয়াল থিম সং প্রকাশিত হয়েছে। ‘খেলবে টাইগার, জিতবে টাইগার’- এমন কথায় এবার ক্রিকেটাররা পাবে উদ্যোম, অনুপ্রেরণা।

স্কাইপিতে কার্ডিফ থেকে যুক্ত হন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সাথে ছিলেন অন্যান্য ক্রিকেটাররা। থিম সং নিয়ে মাশরাফি বলেছেন,‘থিম সং ভাল হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ এরই মধ্যে লাইফবয়ের ফেসবুকের অফিসিয়াল পেইজে গানটি পোষ্ট করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here