003_Lঢাকা: জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সোমবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে।

এতে ইমামতী করেন ইসলামিক ফাউন্ডেশনের মূল ইমাম মুফতি মাওলানা মো. আব্দুল্লাহ। প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, রাজনীতিক ও বিচারপতিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এখানে নামাজ আদায় করেন।

নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

ঈদগাহের নিরাপত্তায় র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিল।

ঈদগাহে আগত মুসল্লীরা স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করেন। ঈদগাহ ময়দানের পুরো অংশ মুসল্লীদের পদচারণায় পূর্ণ হয়নি। রাজধানীবাসীর বড় একটি অংশ গ্রামে ঈদ করতে যাওয়ায় ঈদগাহের বেশ কিছু অংশ ফাঁকা থেকে যায় বলে ধারণা করা হচ্ছে।

নামাজ শেষে মুসল্লীরা কোলাকুলি করে আনন্দ প্রকাশ করেন। এরপর মুসল্লীরা যখন ঈদগাহ ছেড়ে রাজপথে নেমে আসেন তখন যেন আনন্দ-স্ফুরণ ছড়িয়ে পড়ে চারদিকে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here