হাসান সিকদার, শরীয়তপুর প্রতিনিধি  : : শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার অন্তর্গত চরপাতালিয়ায় ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে ভিন্নধর্মী এক লাইব্রেরি। যার নাম ‘চরপাতালিয়া পথের পাঠাগার’।

এখানে খাতায় নিজের নাম আর ফোন নম্বর দিয়ে যে কেউ বিনামূল্যে বই নিয়ে যেতে পারেন বা চাইলে দিতে পারেন তার পছন্দের বইটি। বই পড়া যাবে এখানে বসেও। বই নিলে সেটি পড়ে ফেরত দিতে হবে অথবা নিজের একটা নতুন বা পুরাতন বই দিয়ে যেতে হবে।

দেশের বাইরে, রাজধানীর আশপাশে এমন অনেক লাইব্রেরির দেখা মিললেও শরীয়তপুরে এমন উদ্যোগ এটাই প্রথম। আজ ৫ তারিখ “জাতীয় গ্রন্থাগার দিবস” উপলক্ষে পবিত্র জুম্মা’র নামাজের পর ‘চরপাতালিয়া পথের পাঠাগার’ এর যাত্রা শুরু হয়।

পাঠাগার এর উদ্যোক্তারা জানান: “অনেক মানুষ রয়েছেন, যাঁরা বই পড়তে ভালোবাসেন, তবে নিয়মিত বই কিনে পড়ার সামর্থ্য রাখেন না। আবার সামর্থ্য থাকলেও ঘটা করে পাঠাগারে যাওয়া, পাঠাগার’র সদস্য হওয়া, নিয়মিত চাঁদা দেওয়া—এসব প্রক্রিয়া অনেকের কাছেই জটিল মনে হয়। তাই ঝামেলা এড়িয়ে সহজে আর বিনা মূল্যে মানুষকে বই পড়ার সুযোগ করে দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ।”

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here