বাংলা প্রেস, নিউইয়র্ক থেকে : জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রথম সচিব (প্রেস) মামুন-অর-রশিদ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় জাতিসংঘের বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে প্রবাসী সাংবাদিকরা এ সম্বর্ধনার আয়োজন করে। এ সম্বর্ধনা সভায় জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন বলেন, বিদায়ী প্রথম সচিব (প্রেস) মামুন-অর-রশিদ সরকারের প্রচার কাজে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়েছিলেন। সেই সাহস ও প্রত্যয় নিয়ে তিনি সংবাদকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছিলেন। মামুন-অর-রশিদ প্রধানমন্ত্রী কর্তৃক বিশিস্ট নাগরিকের কোটায় প্রথম সচিব (প্রেস) পদে চুক্তি ভিত্তিক নিয়োগ পেয়ে তিন বছর এই পদে দায়িত্ব পালন করে। চুক্তির মেয়াদ শেষে সরকারী নির্দেশনা মোতাবেক তিনি দেশে ফিরে যাচ্ছেন। সংবর্ধনা সভায় বক্তব্য দেন বাংলা পত্রিকার আবু তাহের, ঠিকানার লাভলু আনসার, বর্ণমালা পত্রিকার মাহফুজুর রহমান, জাস্ট নিউজ বিডির ফরিদ আলম, সময় টিভির শিহাবুদ্দিন কিশলু, ইনকিলাব পত্রিকার এবিএম সালাউদ্দিন আহমেদ, টাইম টিভির শাহাদত হোসেন, বিজয় পত্রিকার মাসুদুল হাসান এমডি ও নতুন কন্ঠের ফিরোজ কবির। স্থায়ী প্রতিনিধি তাঁর বক্তব্যে বলেন, মিশন প্রতিষ্ঠার ৩৬ বছরে এখানে কোন বই বা প্রকাশনা ছিলনা। মামুন-অর-রশিদ দু‘টি পূর্ণাঙ্গ বইসহ বেশ কয়েকটি প্রকাশনা করে মিশনকে সমৃদ্ধ করেছে। মামুন-অর-রশিদের কর্মকান্ডের বিভিন্ন দিক তুলে ধরে বক্তৃতা করেন উপস্থায়ী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, ডিফেন্স এ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল একেএম আখতারুজজামান, কাউন্সেলর মিজ সাদিয়া ফয়জুননেসা এবং অফিসিয়ালদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ এরশাদুল আলম। মিশনের পক্ষ থেকে তাকে বিদায়ী শুভেচ্ছা স্মারক উপহার দেন স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন। সাংবাদিকদের সংবর্ধনার আগে বিকালে মিশনের কূটনীতিক, কর্মকর্তারা মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে বিদায়ী সম্বর্ধনা দেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here