সাভার : জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বিজয় দিবস উপলড়্গে সোমবার সকাল ৮টা ৫মিনিটে দলের কেন্দ্রীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি স্মৃতিসৌধে প্রবেশ করেন। পরে শহীদ বেদীর সামনে গিয়ে ফুল দিয়ে লাক্ষো শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করে শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে সকাল ৮টা ১৫ মিনিটে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করে খালেদা জিয়া।

এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খাান, আলতাফ হোসেন চৌধুরী, ডাক্তার মোশারফ হোসেনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও সকাল থেকেই সাভারের বিশমাইল এলাকা থেকে নবীনগরের এলাকা ছাড়াও জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদী পর্যনত্ম সারি সারি হাত দিয়ে পুরো স্মৃতিসৌধ দখলে করে রাখে বিএনপির নেতাকর্মীরা।

এস এম আব্দুল্লাহ/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here