বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক সাধারন সম্পাদক মো ঃ আব্দুল জলিল এমপি বলেছেন, জাতিকে সু-শিক্ষায় শিক্ষিত করতে বর্তমান সরকার ব্যাপক পদক্ষেপ হাতে নিয়েছে। ইতোমধ্যে ওইসব পদক্ষেপ বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহন করেছে।

তিনি রোববার বিকাল সাড়ে ৫টায় নওগাঁ সদর উপজেলার ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন।

জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল আলমের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. ফজলে রাব্বী বকু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসহাক আলী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাভেদ জাহাঙ্গীর সোহেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, জেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিক, সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল হোসেন, মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াদ আলী, ভীমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী প্রমূখ।

তিনি আরও বলেন, বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই পৌছে দিয়ে বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে বৈপবিক পরিবর্তন এনেছে। সরকারের এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আব্দুল জলিল সকলের সহযোগিতা কামনা করেছেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তন্ময় ভৌমিক/নওগাঁ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here