জাকির নায়েকনয়া দিল্লি :: পিস টিভির পরিচালক ও বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসবাদী বক্তব্য দেয়ার যে অভিযোগ উঠেছিল তার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ভারতের গোয়েন্দা কর্মকর্তারা।

মহারাষ্ট্র রাজ্যের গোয়েন্দা বিভাগের বরাতে দেশটির সংবাদ মাধ্যম ‘দ্য হিন্দু’র’ এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, বর্তমানে বিদেশ সফরে থাকা জাকির নায়েক দেশে ফিরলেও তাকে গ্রেফতার করা হবে না। তবে, ডক্টর জাকির নায়েকের গতিবিধি নজর রাখা হচ্ছে বলে জানানো হয়।

মহারাষ্ট্র স্টেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ‘এসআইডি’ এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তের অংশ হিসেবে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে জাকির নায়েকের দেয়া লেকচারের মধ্যে ইউটিউব থেকে অন্তত ১শ’টি ভিডিও পরীক্ষা-নিরীক্ষা ছাড়াও অন্যান্য তথ্য খতিয়ে দেখা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ও ভারতে সন্ত্রাসী হামলার ঘটনার পর জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসবাদী বক্তব্যের অভিযোগ ওঠে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here