জনতার মুখোমুখি এমপি শাওনবিশেষ প্রতিনিধি :: ভোলার লালমোহন উপজেলায় জনগনের মুখোমুখি হয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

বুধবার বেলা সাড়ে ১১ টায় সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় এমপি শাওন।

অনুষ্ঠানে এমপি তার সংসদীয় আসনের উন্নয়ন-অগ্রগতি, সমস্যা-সম্ভাবনা,মুক্তিযুদ্ধের চেতনা, সাম্প্রদায়িক সম্পৃতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ দশটি প্রকল্পসহ সরকারের সার্বিক নীতিগত অবস্থান তুলে ধরে স্থানীয় জনতার নানান প্রশ্নের উত্তর দেন সংসদ সদস্য শাওন।

এক প্রশ্নের জবাবে এমপি শাওন বলেন, লালমোহন ও তজুমুদ্দিন উপজেলার উন্নয়ন সাধনের লক্ষ্যেই আজকের এই আয়োজন। দেশে এই প্রথম কোন এমপি সরাসরি জনগনের প্রশ্নের উত্তর দেন। এমপি বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের অগ্রগতি তুলে ধরে বলেন, মহাজোট সরকারের টানা দ্বিতীয় মেয়াদে এখানে ব্যাপক উন্নয়ন হচ্ছে। সামনের দিকে আরো হবে।

তিনি বলেন, স্থানীয়ভাবে ৫’শ পরিবারকে বাসস্থানের ব্যবস্থা করার পক্রিয়া চলছে। এছাড়া লালমোহন উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৬৫টি ব্রীজ নির্মানের প্রস্তাব পাঠানো হয়েছে। যেসব এলাকায় এখোনো পল্লী বিদ্যুৎ পৌঁছেনি সেসব এলাকায় সরকারিভাবে সোলার স্থাপনের কাজ চলছে। তিনি বলেন, অন্যন্য সরকারের চাইতে আওয়ামীলীগ সরকারের কাছে জনগনের প্রত্যাশ অনেক বেশি। কারন আওয়ামীলীগ জনগনের দল।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সরাসরি প্রশ্নের উত্তর দেন নুরুন্নবী চৌধুরী শাওন।

এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: গিয়াসউদ্দিন, পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক প্রসান্ত কুমার সাহা, ভোলা প্রেসক্লাব সাবেক সভাপতি এম এ তাহেরসহ অন্যরা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here