কলকাতা : মাওবাদীদের জোড়া হামলায় ১০ জনের মৃত্যু হল ছত্রিশগড়ে। শনিবার দুপুর একটা নাগাদ এই ঘটনাটি ঘটে ছত্রিশগড়ের বিজাপুর জেলার কেতুলনার অঞ্চলে।

রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি আর.কে.ভিজ জানিয়েছেন  এদিন দুপুরে কয়েকজন ভোট কর্মী এবং নিরাপত্তা কর্মী একটি বাসে করে যাওয়ার সময়ই কেতুলনারে গুদমা এবং কুতরু-র মাঝামাঝি একটি জায়গায় মাওবাদীদের রাখা একটি ল্যান্ডমাইন বিস্ফোরনের মুখে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ ভোট কর্মীর।

অন্য একটি ঘটনায় মাও হানায় মৃত্যু হয়েছে ৩ নিরাপত্তা কর্মীর। একটি অ্যাম্বুলেন্সে করে যাওয়ার সময় দারভা এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরনে তাদের মৃত্যু হয়। মারাত্মক জখম অবস্থায় ৪ জন হাসপাতালে ভর্তি।

জীবনহানির পাশাপাশি বেশকয়েকটি ইভিএম-ও নষ্ট হয়। আগামীকালই পঞ্চম দফায় ছত্রিশগড়ের তিনটি লোকসভা আসনে ভোট শুরু হচ্ছে। তার আগেই এই বিস্ফোরনের ফলে নিরাপত্তা আরও আঁটোশাঁটো করা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here