চৌমুহনীতে পিঠা উৎসব

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি:: নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরে সাথে দেশিয় পিঠার সাথে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্য প্রতি বছরের ন্যায় এবারও নোয়াখালীর চৌমুহনী প্রি ক্যাডেট একাডেমি কর্তৃপক্ষের উদ্যোগে মঙ্গলবার সকালে প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে ভিন্ন ভিন্ন ধরনের পিঠা নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

পিঠা উৎসবে ক্ষীর পিঠা, সুজির বরপি, ডালের পিঠা, শীতের পিঠা, সুজির পিঠা, ছিটা পিঠা, কাকের বাসায় বকের ডিম, ঝুনি পিঠা, সাকুর পিঠা, মালপুয়া, পাটি সাপটা, রস কদম, পিংগার পিঠা, রস কদম, ঝাল পিঠা, লাভ পিঠা, পানপুয়া, নারকেল পিঠা, টিকেট পিঠা, আলুর স্টিক পিঠা, চকলেট, পিঠা, গাজরের পিঠা, গোলাপের পিঠা, ভাপা পিঠা, শীরার পিঠা, সীমের ফুল পিঠা, জামাই পিঠা, গমের পিঠা, রুটি পিটা, চিতল পিঠা, পরটা, ক্রিসমাস ট্রি, সুজির পুরপিঠা, ডোনাটা পিঠা সহ প্রায় শতাধিক রকমের পিঠা নিয়ে প্রতিযোগিরা অংশগ্রহন করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণদাস এর সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পিঠা উৎসবে অতিথিরা প্রভাতি, দিবা মাধ্যমিক শাখায় নয় শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেয়। প্রভাতি শাখা প্রথম হয়ছে নুঝাত হাবীবা নাজিফা (নার্সাারী), দ্বিতীয় মিফতাহুল জান্নাত তাসিন (প্রথম শ্রেণি), তৃতীয় মাইশা বিনতে জেসিকা (প্রথম শ্রেণি)।

দিবা শাখা প্রথম হয়ছে আফসানুল হুদা অন্তয় (২য় শ্রেনি), দ্বিতীয় সিয়াম হোসেন জিসান (৩য় শ্রেনি), তৃতীয় যুগ্ম ভাবে জান্নাতুল মাওয়া তুলফি(২য় শ্রেনি)ও নুসরাত বিনতে নিজাম (পঞ্চমশ্রেণি) মাধ্যমিক শাখা প্রথম হয়ছে ইসরাত জাহান জিনিয়া (অষ্টম শ্রেণি), দ্বিতীয় আবুবক্কর ছিদ্দিকি (৬ষ্ঠ শ্রেণি), তৃতীয় মো. হোসেন (সপ্তম শ্রেণি)।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here