ঈদুল আজহা উদযাপন কমিটি চুয়াডাঙ্গা পৌর এলাকার ৩৭ টি স্থানে ঈদের নামাজের সময়সূচি ঘোষণা করেছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী সকাল ৮টায় চুয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। একই সময়ে স’ানীয় পুলিশ লাইন ময়দান, কারাগার সংলগ্ন ময়দান, আদর্শ বালক উচ্চ বিদ্যালয় ময়দান, ইসলামপাড়া গোরস-ান জামে মসজিদ, বুজরুক গড়গড়ি মাদরাসা প্রাঙ্গণ, পুরাতন গোরস্তানপাড়া জামে মসজিদ, আল হেলাল ইসলামী একাডেমী, বুজরুক গড়গড়ি বনানীপাড়া ঈদগাহ, সাতগাড়ি পূর্বপাড়া ও পশ্চিমপাড়া ঈদগাহ, সকাল ৮টা ১৫ মিনিটে বড়বাজার জামে মসজিদ, পলাশপাড়া জামে মসজিদ ও দিগড়ি ঈদগাহ, ৮টা ৩০ মিনিটে চাঁদমারী মাঠ, ভি.জে হাইস্কুল ময়দান, বুজরুকগড়গড়ি সিঅ্যান্ডবি ঈদগাহ, কেদারগঞ্জ বেলায়েত হোসেন ঈদগাহ, পানি উন্নয়ন বোর্ড টেনিসমাঠ, ইসলামপাড়া জামে মসজিদ, খাদেমুল ইসলাম ঈদগাহ, দৌলাতদিয়াড় দক্ষিণপাড়া ঈদগাহ, তালতলা ঈদগাহ, হাজরাহাটি ঈদগাহ, কুলচারা ঈদগাহ, এমএবারী ঈদগাহ ও সুমিরদিয়া জামে মসজিদ, সকাল পৌনে ৯টায় চুয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ, রেলবাজার আলেয়া মাদরাসা, পুরাতন গোরস্তানপাড়া জামে মসজিদ ও নুরনগর কলোনি জামে মসজিদ এবং সকাল ৯টায় হাটকালুগঞ্জ গাংপাড়া ঈদগাহ ও ভিমরুল্লাহ ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জীবননগর উপজেলায় সর্ববৃহত ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে জীবননগর পৌর কেন্দ্রীয় ঈদগা ময়দানে সকাল ৯টায়। চুয়াডাঙ্গা-২ আসেনের সংসদ সদস্য আলী আজগার টগর ও পৌর মেয়র নোয়াব আলী এখানে ঈদের নামাজ আদায় করবেন। থানাপাড়া ঈদগা ময়দানে সকাল ৯টায়, মিনাজপুর ঈদগা ময়দানে সকাল ৯টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। এখানে উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজা ঈদের জামায়াত আদায় করবেন। এছাড়াও হাসাদাহ ঈদগা ময়দান, বাঁকা ঈদগা ময়দান, বাঁকা দক্ষিণ প্রতাপপুর ঈদগা ময়দান, তেঁতুলিয়া ঈদগা ময়দান, মনোহরপুর ঈদগা ময়দান, উথলী ঈদগা ময়দান, আন্দুলবাড়িয়া খাজা পারেশ সাহেব ঈদগা, বেনিপুর ঈদগাহ, হরিপুর ঈদগাহ ময়দানে সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে বলে খবর পাওয়া গেছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/চুয়াডাঙ্গা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here