ডেস্ক রিপোর্ট :: বার্সেলোনায় লিওনেল মেসির উত্তরসূরী ভাবা হচ্ছে তাকে। মেসি হয়তো আগামী মৌসুমে বার্সায় না-ও থাকতে পারেন, সেটাকে অবশ্যম্ভাবী ধরে নিয়েই আনসু ফাতিকে এবার সর্বোচ্চ সুযোগ দিচ্ছে ক্লাবটি। ১৮ বছর বয়সী ফাতি যোগ্যতার প্রমাণও দিয়ে চলেছেন।

চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ১০টি ম্যাচ খেলেছেন ফাতি। সাতটি ম্যাচ লা লিগায়, চ্যাম্পিয়নস লিগে তিনটি। গোল করেছেন ৫টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২টি।

দারুণ ছন্দেই ছিলেন ফাতি। কিন্তু বার্সা সমর্থকদের জন্য দুঃসংবাদ। আগামী চার মাস আর মাঠে দেখা যাবে না স্প্যানিশ ফরোয়ার্ডকে। চোটের কারণে ছিটকে পড়েছেন তিনি।

ন্যু ক্যাম্পে লা লিগার ম্যাচে শনিবার রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারিয়েছে বার্সা। ওই ম্যাচেরই ৩১তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে পেছন থেকে ফাউলের শিকার হন ফাতি। হাঁটুর চোটটা এতই বেশি ছিল, দ্বিতীয়ার্ধে আর মাঠেই নামেননি।

চোটের অবস্থা পর্যবেক্ষণের পর দ্রুতই হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়েছে ফাতির। সেরে উঠতে সময় লাগবে চার মাসের মতো। ক্লাবের পক্ষ থেকেই জানানো হয়েছে এ খবর।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here