ডেস্ক রিপোর্ট : : চাঁদপুরে করোনার বিস্তার ঠেকাতে আবারো মাঠে নামল পুলিশ। এবার জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে সড়কে বা প্রকাশ্য স্থানে চলাচলের জন্য সতর্ক করে অনুরোধ জানালো হলো।

চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এই নিয়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই জন্য জেলার আট উপজেলায় জনসাধারণের মুখে মাস্ক পরানো, হ্যান্ড স্যানিটাইজার প্রদান এবং করোনা থেকে সতর্ক থাকার পরামর্শ নিয়ে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে রোববার (২১ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের শপথ চত্বরে এমন কর্মসূচিতে অংশ নেন, জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সদর মডেল থানার ওসি আব্দুর রশীদ প্রমুখ।

এ সময় জেলা পুলিশ সুপার কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। পরে উপস্থিত নানা বয়সী কয়েক শ মানুষের মুখে মাস্ক পরিয়ে দেন। একই সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার এবং অন্যান্য স্বাস্থ্যসামগ্রী বিতরণ করেন।

এদিকে একই সঙ্গে জেলার সব থানা পুলিশও এমন কর্মসূচিতে যোগ দেয়। তাদের সঙ্গে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যসহ জনপ্রতিনিধিরাও অংশ নেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here