খালিদ মাহমুদ মিঠুষ্টাফ রিপোর্টার :: রাজধানীর ধানমন্ডিতে কৃষ্ণচূড়া গাছ গায়ে পড়ে নিহত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা খালিদ মাহমুদ মিঠু (৫৫)।

পরিবারের ওই সদস্য জানিয়েছেন, আজ সোমবার (৭ মার্চ) দুপুরে ধানমন্ডি ৪ নম্বর সড়কে রিকশা করে যাচ্ছিলেন তিনি। এ সময় রাস্তার পাশে থাকা একটি গাছ তাঁর মাথায় পড়ে এবং ওই আঘাতেই মারা যান তিনি।

তাঁর দাফন কখন হবে, কোথায় হবে সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। দেশের বাইরে থাকা খালিদ মাহমুদ মিঠুর ছেলে বাংলাদেশে আসার পরই দাফন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।

খালিদ মাহমুদ মিঠুর জন্ম ১৯৬০ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছাত্র ছিলেন তিনি।

তাঁর প্রথম চলচ্চিত্র ছিল ‘গহীনে শব্দ’। ২০১০ সালের ২৬শে মার্চ মুক্তি পেয়েছিল ছবিটি। এই ছবির জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন মিঠু। খালিদ মাহমুদ মিঠু পরিচালিত আরেকটি ছবি ‘জোনাকির আলো’ও বেশ প্রশংসিত হয়েছে।

খালিদ মাহমুদ মিঠুর স্ত্রী দেশের বিশিষ্ট চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here