শিপুফরাজী, চরফ্যাশন :: চরফ্যাশন বেসরকারী উন্নয়ন সংগঠন ‘পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)’ এর আয়োজনে ও ইউপিপি-উজ্জীবিত কম্পোনেন্টের আওতায় অতিদরিদ্র ২৫ জন অসহায় সক্ষম প্রতিবন্ধী পরিবারের সদস্যদের মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে এদের মাঝে বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ ও পিকেএসএফের আর্থিক সহায়তায় সমৃদ্ধি কর্মসূচীর মাধ্যমে ০৯ জন প্রতিবন্ধী সদস্যকে দ্বিগুন হারে বিশেষ সঞ্চয় প্রদান করা হয়েছে।

সংস্থার চরফ্যাশন কার্যালয়ে, সংস্থার পরিচালক, মোঃ কামালউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার উপন্যাস চন্দ্র দাস।

এছাড়া অনুষ্ঠানে সংস্থার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা জহিরুল হক, সমন্বয়কারী (ঋণ) মোঃ ফরিদ হোসেনসহ সংস’ার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপসি’ত ছিলেন।

উল্লেখ্য, পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) পিকেএসএফের সহযোগীতায় উজ্জীবিত প্রকল্প ও সমৃদ্ধি কর্মসূচীর আওতায় বিভিন্ন আইজিএমূলক প্রশিক্ষণ, অনুদান প্রদান, ঝুকি তহবিল প্রদান, সবজী বীজ বিতরণ, স্বাস্থ্যসেবা প্রদান, কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা ও সামাজিক সচেতনেতামূলক কিশোরী ক্লাব গঠন, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম, কমিনিউটি উন্নয়ন,সুপেয় পানির ব্যবস্থ্যকরণ, স্বাস্থ্যসম্মত টয়লেট স্থ্যপন ও হাতধোয়ার পদ্ধতি টিপিট্যাপ, সাবান, হ্যান্ডরিব ইত্যাদি ব্যবহারে সচেতনেতা সৃষ্টিমূলক কার্যক্রমসহ গ্রামীন জনগোষ্ঠিার আর্থিক উন্নয়নে কম সেবামূল্য ও সহজভাবে ঋণের ব্যবস্থাকরণসহ যাবতীয় কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here