চরফ্যাশনের মুগডাল যাচ্ছে জাপানেশিপুফরাজী, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :: ভোলার চরফ্যাশনের কৃষকদের উৎপাদিত মুগডাল সরাসরি যাচ্ছে জাপানে। জাপানি রপ্তানিকারক প্রতিষ্ঠান গ্রামীন ইউগ্লেনা মুগডাল কিনতে শুরু করেছে।

বৃহস্পতিবার (৪ মে) চরফ্যাশন উপজেলার শশীভুষন থেকে সকালে কৃষকদের কাছ থেকে রপ্তানী কারক প্রতিষ্ঠানটির প্রতিনিধি জাপানি নাগরিক গ্রামীন ইউগ্লেনার ম্যানেজার তমোইয়াসু এবানা মুগডাল সংগ্রহের কাজ উদ্ধোধন করেছেন। এ সব সংগ্রহকৃত মুগডাল জাপানে  অংকুরিত করার মাধ্যমে সালাদ হিসাবে ব্যাপক জনপ্রিয়।

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের পেইজ প্রকল্পের আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা জেলায় মুগডাল উৎপাদন ও বাজারজাত করনের প্রকল্পে কাজ করছে।

এ প্রকল্পের মাধ্যমে ভোলা জেলায় ৫টি উপজেলায় ৮হাজার কৃষক মুগডাল উৎপাদন করে, উৎপাদন কৃত মুগডাল রপ্তানির উদ্যেশ্যে কৃষকদের কাছ থেকে ক্রয়ের লক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্রয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার মাসুম সরকার, গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন,  গ্রামীন জন উন্নয়ন সংস্থার সমন্বয়কারী মোঃ মোস্তফা কামাল, ভ্যালু চেইন ফেসিলিটেটর মোঃ আবুবকর, প্রমূখ। কৃষকরা জানায় এভাবে ডাল বিক্রি করতে পেরে তারা বেঝায় খুশি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here