স্টাফ রিপোর্টার ::চতুর্থ টেস্টে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের করোনাভাইরাসের নেগেটিভ ফলাফল এসেছে। মঙ্গলবার(১৭ নভেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এ তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জানানো হয় যে, তার করোনার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ। দ্বিতীয় দফায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন আসাদুজ্জামান কামাল।

এর আগে, গত শুক্রবার আইইডিসিআরে নমুনা পরীক্ষা করিয়েছিলেন তিনি, তাতে ফল পজিটিভ আসে। পরে রবিবার রাজারবাগ সম্মিলিত পুলিশ হাসপাতালে করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।

এর পরদিন রাজধানীর ডিএমএফআর মলিকিউলার ল‍্যাব অ্যান্ড ডায়াগনস্টিকের তৃতীয় দফায় মন্ত্রীর নেগেটিভ আসে। মঙ্গলবার চতুর্থ দফায় আইইডিসিআরে মন্ত্রীর নেগেটিভ ফল এসেছে।

জনসংযোগ কর্মকর্তা অপু বলেন, ‘মাননীয় মন্ত্রী সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং উনার কোনো ধরনের লক্ষণ নেই।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here