জেসমিন আক্তার, নিজস্হ প্রতিনিধি ::

বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানী লিমিটেড এর সহযোগিতায় আজ ০৬ জুলাই ঘাসফুল এর উদ্যোগে হাটহাজারী উপজেলার মেখল ও গুমান মর্দ্দন ইউনিয়নে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারাগুলোর মধ্যে ছিলো হরিতকি, কাটবাদাম, মেহগনি ও আকাশমণি।

উন্নয়ন সংস্থা ঘাসফুল সামাজিক বনায়ন কর্মসূচির মাধ্যমে ১৯৯৭ সাল থেকে কর্ম-এলাকার বিভিন্ন স্কুল,কলেজ, সামাজিক ক্লাব, মসজিদ, মাদ্রাসা, মন্দির ও কর্ম-এলাকার স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় হাটহাজারী উপজেলার মেখল ও গুমানমর্দ্দন ইউনিয়নে ঘাসফুল সমৃদ্ধি কর্মসূচীর ৭৫টি বৈকালিক পাঠদান কেন্দ্রের শিক্ষার্থী এবং উপকারভোগীদের মাঝে শিক্ষিকা ও স্বাস্থ্যপরিদর্শকদের মাধ্যমে আজ বিভিন্ন জাতের তিন হাজার চারাগাছ বিতরণ করা হয়।

চারা বিতরণকালে ঘাসফুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী ও এসডিপি ফোকাল মো: নাছির উদ্দিন, গুমান মর্দ্দন ইউনিয়নের সমন্বয়কারী মোহাম্মদ আরিফ, সাপোর্ট স্টাফ রাজীব দে ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here