ষ্টাফ রিপোর্টার :: হাইকোর্ট এলাকায় পুলিশের ওপর হামলার মামলায় গ্রেফতার হওয়া বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে কারাগারে পাঠিয়েছে আদালত। একইসঙ্গে এই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে দলের সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে হাই কোর্ট এলাকায় সংঘর্ষের পর গ্রেপ্তার বিএনপির ৩৬ জনকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। বুধবার বিকালে ঢাকার হাকিম আদালতে পাঠায় পুলিশ।
গয়েশ্বর ও অমিত জামিন চাইলে তা নাকচ করে মহানগর হাকিম মাহমুদুল হাসান একজনকে কারাগারে এবং অন্যজনকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
আদালতে হাজিরা দিয়ে খালেদা জিয়ার ফেরার পথে হাইকোর্ট এলাকায় বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের সংঘাত বাঁধে। ওই সময় কয়েকজন পুলিশ সদস্যকে পেটানোর পাশাপাশি তাদের গাড়ি ও অস্ত্র ভাংচুর করা হয়।
পুলিশের কাজে বাধা, হত্যাচেষ্টা, চুরি ও বেআইনি সমাবেশের অভিযোগে শাহবাগ থানায় দু’টি এবং রমনা থানায় একটি মামলা করে পুলিশ।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here