ইউনাইটেড নিউজ ডেস্ক :: গ্রীসে আগস্ট মাসে ১২-১৫ বছর বয়সের শিশুদেরকে কোভিড-১৯ টিকা দেয়া শুরু করা হবে। সোমবার স্থানীয় একটি টেলিভিশনকে স্বাস্থ্যমন্ত্রী ভাসিলিস কিকিলিয়াস একথা বলেছেন। তিনি বলেন, শিশুদের এ গ্রুপকে টিকা দেয়ার অনুমোদন দেয়া হয়েছে। আর তাদের টিকা নেয়া হবে ঐচ্ছিক, বাধ্যতামূলক না।খবর এএফপি’র।

এ টিকাদান কর্মসূচি শুক্রবার থেকে শুরু করা হবে। গ্রীসের টিকাদান কমিটির প্রেসিডেন্ট মারিয়া থিওডোরিদৌ জোর দিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে শিশু ও কিশোরদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।সতর্ক করে আরো বলেন, শিশুদের ধারাবাহিক সংক্রমণের ক্ষেত্রে উল্লেখযোগ্য হারে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

কিকিলিয়াস বলেন, ১৫-১৭ বছর বয়সের প্রায় ৩০ হাজার কিশোর-কিশোরী ইতোমধ্যে এপয়েন্টমেন্ট নিয়েছে। তিনি আবারো গ্রীকের সকল নাগরিককে টিকা নেয়ার আহ্বান জানান।আরো বলেন, ‘তাদের সকলের টিকা নেয়া, এমন কি এই গ্রীস্মের মধ্যে তা নেয়া উচিত হবে।’

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ, বিশেষকরে উচ্চ সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার অনেক বেড়ে যাওয়ায় সংকটের মুখে গ্রীস টিকাদান কর্মসূচির আওতা বাড়িয়ে ১২-১৫ বছর বয়সের শিশুদের তা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here