‘আটপৌরে জীবন’
-গোলাম রহমান (ব্রাইট)
.
অবিরাম পরিশ্রম করতে মানুষ একসময় হাঁপিয়ে ওঠে
বিশ্রাম এবং কাজ দুটোই পরষ্পর সম্পর্কযুক্ত বটে
ব্যস্ততা মানুষকে যান্ত্রিক করেছে দৌলতের আশা ছাড়েনা
কাজই মানুষের একমাত্র লক্ষ্য এটাতো হতে পারেনা।
.
কর্মময় জীবনকে ছুটি দিয়ে মানুষ নিভৃত শান্তি খোঁজে
প্রশান্তি লাভে অবকাশ দরকার এটা অনেকে বোঝে
কর্মব্যস্ততা মানব জীবনে গতিময়তা আনয়ন করে
ভাবলেশহীন যন্ত্রে পরিনত হয় মানুষ অবকাশের তরে।
.
ব্যস্ততার জালচক্র ভেদ করে ফুরসত পাইনা সামান্য
ভালো লাগাকে বিক্রি করি মোরা ব্যস্ততাকে দিয়ে প্রাধান্য
বিষণ্নতা আর হতাশা যদি স্থায়ী রূপ লাভ করে
অসুস্থতার আর্তনাদে বাতাস ভারী শান্তি থাকেনা ঘরে।
.
হাজারো চিন্তায় জর্জরিত মন আর্তনাদ করে ওঠে
প্রাণ প্রাচুর্য্যে ভরপুর করে তোলে অবকাশ যখন তটে
প্রবল ইচ্ছায় তৈরি করি স্বপ্ন ছোঁয়ার প্রমোদ কানন
ছুটির ঘন্টার জন্য আকুল হয়ে ওঠে আটপৌরে জীবন।
.
১২/১১/২০১৯
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here