নূর আলম, নীলফামারী::

১৪৭৮জন শিক্ষার্থীকে উপহার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করছে গুড নেইবারস নীলফামারী সিডিপি। বৃহস্পতিবার সকালে জেলা সদরের সংগলশী ইউনিয়নের বালাপাড়াস্থ কার্যালয়ের সম্মেলন কক্ষে উপকরণ বিতরণ কার্যক্রমে উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা(এটিইও) মো. নুরুজ্জামান। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড নেইবারস নীলফামারী সিডিপির সিনিয়র অফিসার (প্রোগ্রাম) জাহিদুল ইসলাম।

এতে বক্তব্য দেন সংস্থার এডমিন অফিসার এলেক্স রায়, প্রোগ্রাম ইন্টার্ন আরমান ইসলাম। উপকরণ সামগ্রীর মধ্যে রয়েছে খাতা পাঁচটি, কলম পাঁচটি, সাবান দুটি, বিস্কুট এক প্যাকেট, ছাতা একটি, মসুরের ডাল
ককেজি, সয়াবিন তেল ৫০০গ্রাম।

গুড নেইবারস নীলফামারী সিডিপি’র সিনিয়র অফিসার(প্রোগ্রাম) জাহিদুল ইসলাম জানান, সংস্থার তালিকাভুক্ত ১৪৭৮জন শিশুকে উপহার হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। উদ্বোধনী ৬০জনের মাঝে বিতরণ করা হয়। আগামী ৩১অক্টোবরের মধ্যে সবার মাঝে এই উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here