ফারহান ইশরাক, ঢাবি প্রতিনিধি:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা বরাবরই প্রযুক্তি ক্ষেত্রে নিজেদের সক্ষমতার জানান দিয়ে এসেছেন।

এরই ধারাবাহিকতায় এবার ঢাবির সিএসই বিভাগের এক শিক্ষার্থী বিশ্ববিখ্যাত সার্চ ইঞ্জিন গুগল এবং আরেক শিক্ষার্থী পৃথিবীর সর্ববৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন এ চাকরির সুযোগ পেয়েছেন।

সিএসই বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সজিব গুগলে এবং শাহাদাত হোসাইন শাহীন অ্যামাজন এ কাজ করার আমন্ত্রণ পান।

তাঁদের এ সাফল্যে সিএসই বিভাগের শিক্ষকবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন। প্রযুক্তি খাতে বিশ্বের বিখ্যাত দুই প্রতিষ্ঠানে নিজেদের শিক্ষার্থীদের কাজের সুযোগে আনন্দিত পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়।

সজিব এবং শাহিন দু’জনই নিয়মিত প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিতেন। উল্লেখ্য যে, ইতোপূর্বে সিএসই বিভাগের চার শিক্ষার্থী গুগল এ কাজ করার আমন্ত্রণ পেয়েছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here