আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:: আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ মন্তব্য করে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, সুশিক্ষিত ভবিষ্যৎ প্রজম্ম আগামীতে এদেশের নেতৃত্বের হাল ধরবে। কারণ তারাই একদিন শিক্ষিত জাতি হিসেবে এদেশ গড়বে।

মঙ্গলবার দুপুরে গুইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য়,৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী উদ্যোগে এ কার্যক্রমে বক্তৃতাকালে তিনি আরো বলেন, ছাত্র-ছাত্রীরা যাতে দক্ষতার সাথে তাদের শিক্ষা জীবনের অভিষ্ঠ লক্ষ্যে পৌছতে পারে সেদিকে অভিভাবকদের সচেতন থাকতে হবে। তবেই এগিয়ে যাবে এদেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ অর্জিত হবে।

গুইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মো: বাবলু হোসেন’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, ইউএনও তুষার আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঝর্ণা চাকমা প্রমূখ। পরে শিক্ষার্থীদের মধ্যে টিফিং বক্স বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here