গীতা গোপীনাথ আইএমএফের প্রথম নারী প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ :: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন গীতা গোপীনাথ।

অবশ্য এর আগেই অর্থনীতিবিদ হিসেবে গত বছর অক্টোবরে আইএমএফে যোগ দেন ৪৭ বছর বয়সী গীতা।

গত বছরের ৩১ ডিসেম্বর আইএমএফের অর্থনৈতিক কাউন্সিলর ও গবেষণা বিভাগের ডিরেক্টর পদ থেকে অবসর নেন মরি ওবস্টফেল্ড। তার জায়গায় স্থলাভিষিক্ত হন গীতা।

তিনি জানান, আইএমএফের প্রথম নারী উপদেষ্টা পদে বসতে চলেছেন তিনি। যার পুরো কৃতিত্বটাই ল্যাগার্দের। নেত্রী হিসেবে তার তুলনা হয় না। সারা বিশ্বের নারীদের কাছে অনুপ্রেরণা তিনি।

গীতা ১৯৭১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার মা-বাবা কেরালার তবে বড় হয়েছেন মহীশূরে। দিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক শেষে দিল্লি স্কুল অব ইকোনমিকস থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পরে অর্থনীতিতে ডক্টরেট করেন ইউনিভার্সিটি অব ওয়াশিংটন এবং প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে।

২০১০ সালে হার্ভার্ড ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের স্থায়ী অধ্যাপিকা নিযুক্ত হন গীতা। পরে ২০১৬ সালে তাকে কেরল সরকারের অর্থনৈতিক উপদেষ্টা করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here