যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের নিজেই লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য দুই বাস চালককে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তারা হলো- সেলিম(৪৫) ও রতন(২০)। গতকাল দুপুরে গাজীপুর বাস টার্মিনালের কাছে নিয়ামত সড়ক নামক স্থানে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মন্ত্রীর গাড়ি বাংলাদেশ মেশিন টুলস্‌ ফ্যাক্টরীর ট্রাস্ট টেকনিক্যাল সেন্টারে বিআরটিএ’র ড্রাইভার প্রশিক্ষকদের ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় পলাশ পরিবহনের একটি গাড়ি মন্ত্রীর গাড়ির সঙ্গে প্রায় ধাক্কা লাগার উপক্রম হয়। এ সময় মন্ত্রীর গাড়ি হঠাত করে থেমে গেলে মন্ত্রী গাড়ি থেকে নেমে পড়েন। পরে তিনি কাগজপত্রবিহীন ২টি গাড়ি পলাশ পরিবহনের বাস (ঢাকা মেটো্র-জ-০৪-৯৫০) ও কেপি পরিবহনের বাস (ঢাকা মেট্রো-জ-১৪-১৬০৬) দু’টি আটক করে কর্তব্যরত পুলিশে সোপর্দ করেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কাজী মোসাদ্দেক হোসেন/গাজীপুর

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here