গাজীপুর : গাজীপুর জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

বুধবার পূবাইলের মীরেরবাজার এলাকায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ একেএম ফজলুল হক মিলনসহ নেতা-কর্মী আহত হওয়ার প্রতিবাদে বিএনপি এ হরতাল দেয়।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডা: মাজহারুল আলম হরতালের সত্যতা স্বীকার করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একেএম ফজলুল হক মিলনের নেতৃত্বে বিরোধী জোটের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মীরেরবাজার এলাকায় টঙ্গী-কালীগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়।

এসময় পুলিশকে লক্ষ্য করে মিছিলকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল ও গুলি ছুঁড়ে। পুলিশের লাঠিচার্জে বিএনপির সাবেক সাংসদ  ফজলুল হক মিলনসহ কমপক্ষে ১৫জন আহত হন।

এসময় ৫ জন গুলিবিদ্ধ হন। জয়দেবপুর থানার সেকেন্ড অফিসার মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কাজী মোসাদ্দেক হেসেন/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here