গাইবান্ধায় বাল্যবিবাহসহ সকল যৌন নিপীড়ন বন্ধে আলোচনা সভা

রওশন আলম পাপুল, গাইবান্ধা প্রতিনিধি :: বাল্যবিবাহ, ইভটিজিংসহ যে কোন যৌন নিপীড়ন বন্ধে গাইবান্ধা সদর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিকসহ বিভিন্নস্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ৩০৪ জন প্রধান শিক্ষকের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর থানার আয়োজনে জেলা পুলিশ লাইনস মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাহাত গাওহারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রকৌশলী মো. আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মো. মইনুল হক, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার, আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের অধ্যক্ষ মাজহার-উল মান্নান, সাংবাদিক আফরোজা লুনা ও রিকতু প্রসাদসহ কয়েকজন ছাত্রী।

সভায় বাল্যবিয়ে বন্ধ, ইভটিজিংরোধসহ সকল প্রকার যৌন হয়রানি বন্ধে শিক্ষকদের সচেতন থাকার পরামর্শ ও এসব রোধে কার্যকর ভূমিকা রাখতে বলা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here