সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::
পটুয়াখালী গলাচিপায় শিক্ষার আলো স্বপ্ন বাস্তবায়নে অন্ধকারে পথ দেখিয়ে লক্ষ্যে পৌঁছে দেয় জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৩ মার্চ) উপজেলা পরিষদ হল রুমে বেলা ১২টা ৩০ মিনিটের সময় এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের প্রস্তুতিমূলক পরীক্ষা-২০২৩ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম এ কথা বলেন।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহম্মদ সাহিন, সভাপতিত্ব করেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল। সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। এমন কোন সেক্টর নেই যেখানে শিক্ষার দরকার হয় না। কৃষি থেকে শুরু করে উপরের যে কোন পর্যায়ে চলতে হলে শিক্ষার প্রয়োজন। তাই বর্তমান সরকারের সময়ে শিক্ষার মান উন্নয়নে নানা ধরনের কর্মসূচী গ্রহণ করার কারণে আজ শিক্ষার মান উন্নীত হয়েছে। যার কারণে আজ তোমরা শিক্ষিত নাগরিক হয়ে দেশের মান উন্নয়নের বিশ্ব দরবারে তোমরা পৌঁছে দিচ্ছ।
তিনি আরও বলেন, মনে রাখবে শিক্ষার আলো তোমার লক্ষ্যে পৌঁছে দিতে অন্ধকারে আলোর পথ দেখাবে। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন  সিনিয়র সাংবাদিক মু. খালিদ হোসেন মিল্টন, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, পাড় ডাকুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুই কৃতি শিক্ষার্থী। পরে ২৬ জন কৃৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় রজনীগন্ধা ফুল ও ক্রেস্ট তুলে দেন। তিনি তাদের লেখা পড়ায় আরও মনোনিবেশ হওয়ার আহবান জানান।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল করিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, ১২টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ, কৃৃতি শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here