গবেষনার নামে ফের তিমি শিকারে জাপানডেস্ক নিউজ :: বৈজ্ঞানিক গবেষনার জন্য এক বছর পর আবার জাপানে শুরু হলো তিমি মাছ শিকারের অভিযান| গত মঙ্গলবার জাপানের বেশ কয়েকটি জাহাজ আন্টার্কটিকার দিকে যাত্রা শুরু করে তিমি শিকারের জন্য |
তিমি শিকার জাপানের প্রাচীন একটি প্রথা| চলতি বছরে শুরু হওয়া এই শিকারের জেরে প্রায় ৩০০টি তিমি বৈজ্ঞানিক পদ্ধতিতে শিকার করতে পারবে বলেই আশা করছে জাপান| এই তিমি শিকার অভিযান চলবে আগামী এক বছর ধরে| তিমি শিকারের অধিকার ফিরে পাওয়ায় খুশি জাপানের মানুষ|
কিন্তু কেন এই তিমি শিকার? গবেষনার কাজে সুবিধা করা গেলেও, বছরে বছরে এত তিমি শিকার নিয়ে সারা বিশ্বের রোষের মুখে পরে জাপান|
পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আন্তর্জাতিক আদালতের রায়ে দক্ষিণ মহাসাগরে তিমি শিকার বন্ধ হয়ে যায় জাপানে| শুধু তাই নয়, আন্তর্জাতিক তিমি সংরক্ষণ সংস্থার সুপারিশে এক বছরের জন্য আটকে যায় জাপানের তিমি শিকারের এই প্রক্রিয়া|
এরপর জাপানের তরফ থেকে তিমি শিকারের পরিমান কমিয়ে দেওয়ার আবেদন জানানো হলে, সেই প্রস্তাবে রাজি হয় সেই সংস্থা| তিমি শিকারের সংখ্যা কমিয়ে ৩৩৩ টি করে আনা হয় যা আগের সংখ্যার প্রায় এক ভাগের তিন ভাগ|
কিন্তু জাপানের এই তিমি শিকারের অভিযানে বিশ্বজুড়ে নেতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে|
পরিবেশপ্রেমী মানুষ কোনভাবেই মেনে নিতে পারছেন না গবেষনার নামে এই তিমি শিকারের অভিযানকে| কিন্তু জাপান পুরো দুনিয়াকে বুড়ো আঙুল দেখিয়ে তিমি নিধন যজ্ঞে মেতেছে|
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here