ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সদ্য বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকার ব্যক্তিগত ও আবাসিক নিরাপত্তা প্রত্যাহার করে নেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গুলশানে তার নিজস্ব বাসার নিরাপত্তা প্রত্যাহার করা হয়।

ডিসিসি বিভক্তিকরণ বিলে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্বাক্ষর করার পর সাদেক হোসেন খোকার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মনির হোসেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে খোকার বাসার নিরাপত্তা ব্যবস্থা তুলে নিয়েছে পুলিশ। আর তার গাড়ির নিরাপত্তা ও দেহরক্ষী প্রত্যাহার করা হয় বিল পাসের রাতে।

প্রসঙ্গত,  বৃহস্পতিবার ঢাকা সিটি করপোরেশন বিভক্ত করার বিলে সই করেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। ফলে সংসদে পাস হওয়া বিলটি আইনে পরিণত হওয়ায় ডিসিসি’র মেয়র ও কাউন্সিলদের পদ বিলুপ্ত হয়।

বিরোধী দলের অনুপস্থিতিতে গত ২৯ নভেম্বর ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দুইভাগ করতে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন বিল-২০১১ জাতীয় সংসদে পাস হয়।

এর আগে ১৭ ডিসেম্বর ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগে ভাগ করতে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ সংশোধনের খসড়া প্রস্তাব মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পায়।

এতে ৫৬টি ওয়ার্ড নিয়ে উত্তরে একটি এবং বাকি ৩৬ ওয়ার্ড নিয়ে দক্ষিণে আলাদা সিটি করপোরেশন গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। বিভক্ত ঢাকা সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ এবং ৯০ দিনের মধ্যে নির্বাচন দেয়ার কথা বলা হয়।

এদিকে বুধবার ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করার আইন কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।

প্রসঙ্গত, প্রথম থেকেই ডিসিসি ভাগের বিরোধিতা করে আসছেন নগর পরিকল্পনাবিদ, বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এছাড়া ডিসিসি ভাগের প্রতিবাদে আন্দোলন কর্মসূচি পালন করে আসছে প্রধান বিরোধী দল বিএনপি।

ইউনাইটেড নিউজ ২৩ ডট কম/ডাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here