ঢাকা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যা্ব-১।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

সূত্রমতে, খোকাকে আদালতে হাজির করে রিমান্ডে নেয়ার আবেদন করবে পুলিশ।

এর আগে বুধবার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার ১৫ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ি থেকে খোকাকে আটক করে র্যা ব।

বাড়িটি সাদেক হোসেন খোকার নিকটাত্মীয়ের বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম।

এ সময় পুলিশ আরিফ হোসেন নামে সাদেক হোসেন খোকার দেহরক্ষীকে গ্রেফতার করেছে বলে জানান তিনি।

মনিরুল জানান, ডিবি ও র্যাটব দরজা ভেঙে খোকাকে ধরে নিয়ে যায়। তবে তাকে কোথায় নেওয়া হয় পরিবারের সদস্যরা তা জানেন না।

প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর শাহবাগে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা মেরে ১৯ জনকে দগ্ধ করার মামলায় শাহবাগ থানায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ বিএনপি-জামায়াতের ১৬ নেতার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

এ মামলায় গত ৩০ নভেম্বর বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here