দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক বিতরণের যে উদ্যোগ সরকার হাতে নিয়েছিল খুলনার ডুমুরিয়া উপজেলা শিক্ষা অফিসের উদাসীনতার কারণে সেটি বাধাঁগ্রস্থ হয়েছে। এই উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর প্রায় সাড়ে ৭হাজার শিক্ষার্থী বঞ্চিত হয়েছে নতুন বই প্রাপ্তি থেকে। উপজেলার গুটুদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা বেগম জানান, এই স্কুলে তৃতীয় শ্রেনীতে শিক্ষার্থী রয়েছে ৪১জন। তারা সকলে বই না নিয়ে ফিরে গেছে। তিনি জানান, উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ করা হলে বলা হয়েছে, খুব দ্রুত তাদেরকে বই দেয়া হবে। ডুমুরিয়া উপজেলা সদরের সাজিয়াড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল আলম মোড়ল বলেন, তৃতীয় শেণীর শিক্ষার্থীদেরকে গত বারের উদ্বৃত্ত নতুন বই দেয়া হয়েছে। নতুন শিক্ষা বর্ষের বই উপজেলায় আসেনি। খুব দ্রুত তা এসে যাবে। তিনি জানান , মডেল স্কুলে তৃতীয় শ্রেনীতে শিক্ষার্থীর সংখ্যা ৬৫জন।  ডুমুরিয়া উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুল গণি জানান, ঠিকাদারের গাফিলতির কারণে তৃতীয় শ্রেণীর নতুন বই এবার ডুমুরিয়ায় আসেনি। তাই গত বারের কিছু বই শিক্ষার্থীদের দেয়া হয়েছে। বই অনেক আগে সংশিষ্ট এলাকায় পৌছে দেয়া হয়েছে; কিন্তু তৃতীয় শ্রেনীর নতুন বই না আসায় আগে কেন জানানো হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এক সময়ে না এক সময়ে তো পাওয়া যাবে।তিনি বলেন, ১৫ ডিসেম্বর ডুমুরিয়ায় বই আনা হয়েছে। এদিকে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদাসায় বই উৎসব এর আয়োজন করা হয়। রোববার সকালে ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই বিতরণের লক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াৎ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতা করেন সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ। উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী, প্রধান শিক্ষিকা জিরু বালা বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, অভিভাবক এইচএমএ রউফ, মোশারফ হোসেন কচি, গাজী হুমায়ুন কবির বুলু, খান নজরুল ইসলাম প্রমুখ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শিমুল খান/খুলনা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here