23857_germany-1_135871নিউজ ডেস্ক: জার্মানিতে হামলাকারীর বয়স ১৮ বছর। সে ইরানি বংশোদ্ভূত জার্মান নাগরিক।

শুক্রবার দিনশেষে সে একটি শপিং মলে গুলি করে হত্যা করেছে কমপক্ষে ১০ জনকে। খুব কাছ থেকে সে গুলি করে এসব মানুষকে হত্যা করেছে। তবে কি কারণে বা কি উদ্দেশ্যে সে এ হত্যাযজ্ঞ চালিয়েছে তা পরিষ্কার নয়। এ বিষয়ে পুলিশেরও কোন ধারণা নেই।

পুলিশ প্রধান হেবারতাস আন্দ্রে বলেছেন, হামলাকারী ১৮ বছর বয়সী একজন ইরানি বংশোদ্ভূত জার্মান নাগরিক। সে মিউনিখে বসবাস করতো। এ শহরে সে বেশিদিন আসে নি। গোলাগুলি শুরুর আড়াই ঘন্টা পরে তার মৃতদেহ পাওয়া গেছে দূরে একটি রাস্তার পাশে। এতে ধারণা করা হচ্ছে যে, সে আত্মহত্যা করেছে। তাকে এখন পর্যন্ত প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী ও ক্লোজ সার্কিট টেলিভিশনের ফুটেজ দেখে সনাক্ত করা হচ্ছে। সে পুলিশের কাছে পরিচিত নয়। সে যে এপার্টমেন্টে থাকতো পুলিশ সেখানে তল্লাশি শুরু করেছে। ঘটনার পর ওই এলাকা থেকে পালানোর সময় দু’ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওদিকে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, হামলাকারী খুব কাছ থেকে গুলি করে হত্যা করছে পলায়নরত মানুষদের। তার হাত থেকে যারা বাঁচার জন্য দৌড়ে পালাতে চেষ্টা করেছিল তাদেরকে প্রকাশ্যে রাস্তার ওপর গুলি করছে সে, এমন দৃশ্য পত্রিকায় প্রকাশ পেয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here