1455083896ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ আমলে নিয়েছেন আদালত। এ বিষয়ে অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ অক্টোবর। ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লার আদালতে শুনানি শেষে এই দিন ধার্য করা হয়।

একই মামলায় পূর্বশর্তে জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে। একই আদালতে দারুস সালাম থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের ৮ টি মামলায় আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেছেন খালেদা জিয়া। এর মধ্যে আটটি মামলায় জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। তবে ৫টি মামলা আমলে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করায় গত ২৫ জানুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী এই মামলা দায়ের করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here