দিনাজপুরের খানসামা উপজেলায় বহুল আলোচিত ও দূর্নীতিগ্রস্থ ছাতিয়ানগড় উচ্চ বিদ্যালয় মাঠে এমপি’র হস্তক্ষেপে স্কুল উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গত ১৭ অক্টোবর একটি জাতীয়পত্রিকায় “জরাজীর্ণ শ্রেণীকক্ষে হলুদ চাষ: চলছে প্রধান শিক্ষক বদলের বাণিজ্য” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তারিই দু’মাস পর বুধবার সকাল দশটায় ছাতিয়ানগড় উচ্চ বিদ্যালয় মাঠে আঙ্গাপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা শাহ্‌’র সভাপতিত্বে অনুষ্ঠিত স্কুল উন্নয়ন সভায় প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য দিনাজপুর-৪ ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি., সংসদ বিয়ষক উপ-সচিব ভীমচরণ, উপজেলা নির্বাহী অফিসার এটিএম জিয়উল ইসলাম, উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ্‌, মহিলা ভাইস চেয়ারম্যান মহসিনা বেগম, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাতেম উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সভায় বক্তারা ওই বিদ্যালয়ের বিভিন্ন দূর্নীতি, এক বছরে ৬ প্রধান শিক্ষক রদবলে ঘুষ বাণিজ্য, দীর্ঘদিন ধরে স্কুল উন্নয়ন ফান্ডের লাখ লাখ টাকা আত্মসাৎ, কমিটিতে জমিদাতা মৃত ইসমাঈলের পরিবারকে অবমূল্যায়নসহ নানা বিষয় বক্তব্যে তুলে ধরলে উপস্থিত জনতা শুনে হতবাক হয়ে যান। বক্তব্যের এক পর্যায় থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাতেম বলেন, স্কুলে জমি না দিয়ে কিছু দূর্নীতিবাজ লোক প্রধান শিক্ষক পদ নিতে মরিয়া হয়ে উচ্চ মহলে তদবির চালাচ্ছে বলে জানান। পক্ষান্তরে হাতেমের বক্তব্যের প্রতিবাদে সংসদ বিয়ষক উপ-সচিব ভীমচরণ বলেন, হাতেম সাহেব এক চোর আরেক চোরকে চোর বলছেন উলেখ করে বক্তব্য শেষ করেন। এ সময় ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি ইব্রাহিম সিদ্দিক, বিদ্যালয়ের সপ্তম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্ষিতিশ চন্দ্র রায় ও সহকারী শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সংকেত চৌধুরী/দিনাজপুর জেলা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here