womanইউনাইটেড নিউজ ডেস্ক :: কারাগারই হয়ে উঠেছে দুর্নীতির আঁতুড়ঘর। মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমর জেলখানা থেকে পরিচালিত হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের যাবতীয় কাজ । আর জেলে বসে এটা কন্ট্রোল করছেন ‘বুলডগ’। এই ‘বুলডগ’ হলেন কুখ্যাত সমাজবিরোধী ট্যাভন হোয়াইট।

তবে এখন তিনি খবরের শিরোনামে স্মাগলিং, খুন, রাহাজানির জন্য নয়। চার মহিলা কারারক্ষীর অন্তঃসত্ত্বার কারণ নাকি তিনি, এই খবরে মার্কিন মুলুকে নিরাপত্তার প্রশ্ন নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

সূত্রের খবর, গ্যাংস্টার ট্যাভন হোয়াইট মহিলা জেল রক্ষীদের ডায়মন্ড রিং, দামী গাড়ি উপহার দিয়েছেন। এমনকি ট্যাভনের শরীরের ট্যাট্টুর মতো দুইজন মহিলা রক্ষীর শরীরে একই ট্যাট্টু আঁকা রয়েছে।

গত সপ্তাহে ট্যাভনকে ফেডারেল আদালতে তোলা হয়। ট্যাভনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি জেলের ভেতর বসে চোরাচালান, ড্রাগ পাচারের কাজ করে থাকেন।
ব্রিটিশ দৈনিক মেট্রো জানিয়েছে, জেলে বসেই গ্যাভন মাসে আয় করেন প্রায় সাড়ে ১৫ লাখ টাকা।

একটি বেনামী আংটির তদন্তে নেমে পুলিশ কেঁচো খুঁড়তে গিয়ে কেউটের সন্ধান পায়। ট্যাভন হোয়াইটের যাবতীয় কুকর্মে সাহায্য করত জেলের ১৩ জন মহিলা রক্ষী। এর মধ্যে সাতজন ছিল ট্যাভনের বেশ ঘনিষ্ঠ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here