মো: ইকবাল হোসেন, কয়রা, (খুলনা) প্রতিনিধি ::

খুলপেলো পিবিআইনার কয়রা উপজেলার আলোচিত ৩ খুনের তদন্ত ডিবি থেকে পিবিআই’র কাছে হস্তান্তর করেছে বিজ্ঞ আদালত। বুধবার (২৮ সেপ্টেম্বর) কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জনাব দেলোয়ার হোসেন এ আদেশ দেন।

দীর্ঘ ১১ মাসে ডিবি ৩ খুনের রহস্য উন্মোচনে করতে পারেনি।  এতে বাদী কোহিনূর খানম তদন্ত ডিবি থেকে পিবিআই’র কাছে হস্তান্তরের আবেদন করেন। পরে বিজ্ঞ আদালত আবেদন মঞ্জুর করে পিবিআইকে মামলাটি তদন্তভারের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার সহকারী আইনজীবী এস এম আব্দুর রাজ্জাক।

মামলার বাদী নিহত হাবিবুল্লাহ’র মা বলেন, আমার ছেলে, বৌ ও নাতনি খুনের সঠিক তদন্ত হচ্ছেনা। মুল খুনিরা ধরা ধোঁয়ার বাইরে। তাই মামলাটি ডিবি থেকে পিবিআইতে তদন্তের আবেদন করি।

উল্লেখ্য গত বছর ২৫ অক্টোবর রাতে উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া গ্রামের হাবিবুল্লাহ, স্ত্রী বিউটি ও মেয়ে হাবিবাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয় দুর্বৃত্তরা। পরদিন সকালে বাড়ির পাশের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here