ঢাকা: দীর্ঘদিন ধরে তিনি চেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু পারছিলেন না কেন জানি। ব্রাজিলে এসেছিলেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার নতুনরেকর্ড গড়ার স্বপ্ন নিয়ে,সেটা আবার ব্রাজিলেরই সাবেক স্ট্রাইকার রোনালদোর রেকর্ডভেঙে। ম্যাচের পর ম্যাচ খেলে যাচ্ছিলেন কিন্তু কাঙ্খিত লক্ষে পৌছতে পারছিলেন না। ব্রাজিলের জালে বল পাঠিয়েই স্বপ্নটা পূরণ করলেন জার্মানির মিরোস্লাভক্লোসা।
মঙ্গলবারসেমি ফাইনালে স্বাগতিকদের নিয়ে জার্মানিরছেলেখেলার ম্যাচে বিশ্বকাপের মঞ্চে নিজের ১৬তমগোলটি করেনক্লোসা।

১৪গোল নিয়ে ব্রাজিল বিশ্বকাপেখেলতে আসেনক্লোসা। পর্তুগালের বিপক্ষে প্রথম ম্যাচে দলে জায়গা নাপেলেও গ্রুপ পর্বের পরের ম্যাচে ঘানার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই গোল করে রোনালদোকে ছুঁয়েফেলেন ৩৬ বছর বয়সীক্লোসা।
৩ বিশ্বকাপেখেলে ১৫গোল করেছিলেন রোনালদো। ১৯৯৪ বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গে থাকলেওসেবারকোনো ম্যাচখেলেননি তিনি।
তবে দিফেনোমেনন এররেকর্ড স্পর্শ করেও সন্তুষ্ট ছিলেন নাক্লোসা। জানিয়ে রেখেছিলে নরোনালদোকে ছাড়িয়ে যাওয়ার ইচ্ছার কথা।
বেলো হরিজন্তেতে ২৩তম মিনিটেই ইচ্ছাপূরণ হয়ক্লোসা, গড়েন নতুন ইতিহাস। ডি বক্সেরভেতরথেকেক্লোসার প্রথমচেষ্টাটি ফিরিয়েদেন জুলিও সিজার। কিন্তু ফিরতি শট আরফেরাতে পারেননি তিনি।ক্লোসার ওইরেকর্ড গড়াগোলে ব্যবধান দ্বিগুণ করে জার্মানি। জাতীয় দলের জার্সিতেক্লোসার এটা ৭১তমগোল, বিশ্বকাপের মতো জার্মানির ইতিহাসেও সর্বোচ্চগোলদাতাক্লোসা।

তাছাড়া ঘানার বিপক্ষেগোলটি দিয়ে বিশ্বকাপের চার আসরে গোল করা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায়ও নাম লিখিয়েছিলেনক্লোসা। চার বিশ্বকাপে গোল করা অন্য দুই জন হলেন কিংবদন্তিপেলে ও জার্মানির উভে জিলার।

বিশ্বকাপের সেরা পাঁচ গোলদাতা:
খেলোয়াড়           দেশ  গোল  ম্যাচ       টুর্নামেন্ট
মিরোস্লাভক্লোসা  জার্মানি   ১৬    ২৩   ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪
রোনালদো         ব্রাজিল    ১৫   ১৯     ১৯৯৮, ২০০২, ২০০৬
জার্ড মুলার  পশ্চিম জার্মানি ১৪    ১৩    ১৯৭০, ১৯৭৪
জুস্ত ফন্টেন     ফ্রান্স        ১৩     ৬     ১৯৫৮
পেলে          ব্রাজিল       ১২    ১৪    ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here