ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ ইউনিভার্সিটি চ্যাম্পিয়নঢাকা :: বাংলাদেশ ইউনিভার্সিটি “৪র্থ ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট” টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) টুর্নামেন্টের ফাইনালে তারা সাউদার্ন ইউনিভার্সিটিকে ১৭ রানে পরাজিত করে শিরোপা নিজেদের করে নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়টি প্রথমবারের মতো ক্লেমন ক্রিকেট টুর্নামেন্টে শিরোপা অর্জনের কৃতিত্ব দেখালো। এর আগে গত বছর অনুষ্ঠিত একই টুর্নামেন্টে রানার্সআপ হয় তারা।

বৃহস্পতিবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইউনিভার্সিটি নির্ধারিত ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন সোহেল রানা। এছাড়া মেহরাব হোসেন জোসি ৫০ এবং রায়হান আরিফ ৩৫ রান করেন। সাউদার্ন ইউনিভার্সিটির রাব্বি ৫৮ রানের বিনিময়ে ২ উইকেট লাভ করেন।

জবাবে ব্যাট করতে নেমে সাউদার্ন ইউনিভার্সিটির অধিনায়ক রিপন এবং রাব্বির দৃঢ়তায় রানের চাকা সচল রাখার চেষ্টা করলেও বাংলাদেশ ইউনিভার্সিটির বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর কাছে শেষ পর্যন্ত পেরে ওঠেননি তারা। নির্ধারিত ৮ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে শেষ পর্যন্ত ১৬৩ রান সংগ্রহ করতে সক্ষম হন তারা। দলের পক্ষে রিপন সর্বোচ্চ ৫৪ রান করেন। বাংলাদেশ ইউনিভার্সিটির শফিকুল ৪০ রানের বিনিময়ে ২ উইকেট লাভ করেন।

ফাইনালে ৫২ রান করে ম্যাচসেরা হয়েছেন বিইউ’র সোহেল রানা। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে বিইউ’র সামিউল ইসলাম সুমন। টুর্নামেন্টে তিনি ২৮০ রান এবং ১৭টি উইকেট দখল করেন।

চ্যাম্পিয়ন দল বাংলাদেশ ইউনিভার্সিটি- ট্রফির পাশাপাশি ৫ লাখ টাকার প্রাইজমানি পেয়েছে। খেলাশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।

এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহবায়ক জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান, ওয়ালটনের অতিরিক্ত পরিচালক জনাব ফিরোজ আলম, গোল্ডেন হার্ভেস্ট এর মার্কেটিং ম্যানেজার জনাব আশরাফুল ইসলাম, আকিজ গ্রুপের হেড অব মার্কেটিং জনাব হিন্দোল রায় প্রমুখ।

উল্লেখ্য, ছয়দিন ব্যাপি অনুষ্ঠিত ৪র্থ ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্টে দেশের পাবলিক এবং বেসরকারি ইউনিভার্সিটির মোট ৩২টি দল অংশগ্রহন করে। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিলো কোমল পানীয় কোম্পানী “ক্লেমন”।– প্রেস বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here