তিতুমীর কলেক শিক্ষার্থী শম্পা

ডেস্ক রিপোর্ট :: তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শম্পা ক্যান্সারে মারা গেছেন।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শম্পার পারিবারিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূত্র মাধ্যমে জানা যায়, শম্পাকে তার গ্রামের বাড়ি বরিশালে নিয়ে যাওয়া হবে। সেখানে পারিবারিকভাবে তার সৎকার করা হবে।

তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং শম্পার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি বাংলাদেশ জার্নালকে বলেন, ‘আমরা এ ঘটনায় অত্যন্ত ব্যাথিত। কলেজ প্রশাসনের পক্ষ থেকে আমরা তার পরিবারকে সহায়তাও করেছি। তার পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছি।’

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শামিম হোসেন শিশির এ ঘটনায় শোক জানিয়েছেন। তিনি জার্নালকে বলেন, কলেজের শিক্ষকবৃন্দ ও সবগুলো সংগঠন একত্রিত হয়ে শম্পার চিকিৎসায় অর্থ সংগ্রহের জন্য কাজ করেছি। নিজেরা আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে অর্থ সংগ্রহের চেষ্টা করেছে কলেজভিত্তিক সংগঠনগুলো ও সাধারণ শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, ক্যান্সার আক্রান্ত শম্পা গত কয়েকমাস ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। তার পরিবার চিকিৎসার সব খরচ বহন করতে না পারায় তার পাশে দাঁড়িয়েছিল তিতুমীর কলেজের বিভিন্ন সংগঠন ও প্রশাসন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here